চরশান্তিডাঙ্গার প্রতিবন্ধী স্কুল পরিদর্শন সমাজকল্যাণ বিভাগের
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
"প্রতিবন্ধী মানেই প্রতিভাবন্ধী নয়" এই স্লোগানকে সামনে রেখে ২৪৮ জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে এগিয়ে যাচ্ছে চরশান্তিডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল।
রবিবার (১০ সেপ্টেম্বর) চর শান্তিডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব। পারাপার সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত চর শান্তিনগর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হরিনারায়নপুর, আব্দালপুর, চাঁদপুর ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বুদ্ধি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশের জন্য এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বর্তমানে ২৫ জন শিক্ষক-শিক্ষিকা এবং ১৪ জন কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে ২৪৮ জন ছাত্রছাত্রীকে পাঠদান চলছে।
স্কুলটি পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব জানাবা মরিয়ম বেগম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আব্দুল কাদের, শহর সমাজসেবা পরিচালক জনাব মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আজগর আলী।
পরিদর্শন শেষে স্কুলের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং এ সময় তারা বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভাকে উপস্থাপন করেন। সহকারী সচিবসহ অতিথিরা শিক্ষার্থীদের নানামুখী প্রতিভাকে উপভোগ করেন।
সবশেষে অতিথিরা স্কুলটিকে জাতীয়করণের জন্য চেষ্টা করবেন বলে জানা গেছে।