সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ট্রাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পিএম


সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ট্রাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধীদের ৪টি ট্রাই সাইকেল ও ৩৬টি হুইল চেয়ার বিতরণ  বিতরণ করা হয়েছে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় সন্মুখ হতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার ৪০ জন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল, হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল মান্নান মন্ডল প্রমুখ। 

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম। 

এসময়ে অনুষ্ঠানে জেলা প্রতিবন্ধী অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ  ও সহায়তা নিতে আসা প্রতিবন্ধীগণ এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 

Link copied