সিরাজগঞ্জে স্ত্রীর সাবেক প্রেমিকের হাতে স্বামী খুন

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম


সিরাজগঞ্জে স্ত্রীর সাবেক প্রেমিকের হাতে স্বামী খুন

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে স্ত্রীর সাবেক প্রেমিকের হাতে স্বামী খুন হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার রঘুরগাঁতী এলাকা থেকে মোতালেব হোসেন (৩০)‘র গলাকাটা মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

নিহত মোতালেব সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার সাইফুল ইসলামের ছেলে। তিনি শশুড়বাড়ি পৌর এলাকার গয়লা মহল্লায় বসবাস করতেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, আজ থেকে প্রায় ৯ বছর পূর্বে পৌর এলাকার রেলওয়ে কলোনী মহল্লার সাইফুল ইসলামের ছেলে মোতালেব হোসেন  (৩০) ও গয়লা এলাকার আনোয়ার হোসেন এর মেয়ে বিউটি খাতুন (২৫) এর সাথে বিবাহ হয়। দাম্পত্য জীবনে মোতালেব-বিউটি খাতুনের ঘরে ফাতেমা খাতুন (৫) ও সাউদা খাতুন (২) দুইটি মেয়েও জন্মগ্রহণ করেন।

বিয়ের পূর্বে থেকে একই এলাকার প্রতিবেশি গোলাই এর পুত্র ওয়াজেদ (২৮) এর সাথে বিউটি খাতুনের প্রেমের সর্ম্পক তৈরি হয়। প্রেমের সম্পর্কের জেরে তখন ওয়াজেদ ও বিউটি খাতুন বিভিন্ন সময়ে ছবিও তুলেছেন। কিন্তু দীর্ঘ ৯ বছরে ওয়াজেদ আলী একাধিক বিয়ে করেন। বেশ কিছুদিন পূর্বে ওয়াজেদ এর তৃতীয় নাম্বার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়।

ওয়াজেদ এর বিবাহ বিচ্ছেদ এর পর থেকে ওয়াজেদ আলী বিভিন্ন সময় বিউটি খাতুনকে কুপ্রস্তাব দিত। বিউটি খাতুন কুপ্রস্তাবে রাজি না হলে বিয়ের আগের ছবি তার স্বামী মোতালেব এর নিকট ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করত ওয়াজেদ।

এমন পরিস্থিতিতে বিউটি খাতুন নিরুপায় হয়ে বিয়ের আগের প্রেমের সম্পর্কের কথা তার স্বামী মোতালেব এর নিকট খোলাশা করেন। বিয়ের পূর্বে প্রেমের সম্পর্কে কথা মোতালেব শুনে বিষয় সহজভাবে মেনে নয়।

নিহত মোতালেব হোসেন এর স্ত্রী বিউটি খাতুন বলেন, ওয়াজেদ আমাকে বিভিন্ন সময়ে বিয়ের আশ্বাসে আমার স্বামী মোতালেবকে তালাক দিতে বলে। কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হই না। আজ থেকে ৯ দিন পূর্বে রাসেল পার্কে আমি, আমার ভাবীকে নিয়ে ওয়াজেদকে বোঝানো চেষ্টা করি। কিন্তু ওয়াজেদ কোনভাবেই মানতে রাজি না। এমনকি আমাকে হুমকি দিতে তুই আমাকে বিয়ে না করলে আমি তোর স্বামী মোতালেবকে খুন করবে।

২ দিন পূর্বে আমার স্বামী মোতালেব আমাকে বলে গেছে আমাকে যদি মেরে ফেলে, তবে ধরে নিবে আমাকে ওয়াজেদ মেরেছে। আমার স্বামীকে ওয়াজেদ ও তার মামা রেজাউল করিম মঙ্গলবার রাতে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করেছে। আমি ওয়াজেদ এর ফাঁসি চাই।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ইজিবাইক নিয়ে মোতালেব বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টা-৮টার দিকে তার ফোন বন্ধ হয়ে যায়। সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী এলাকায় তার গলাকাটা মরদেহ দেখেতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied