রাইট টু গ্রো'র আয়োজনে চারদিন ব্যাপী এডভোকেসি কর্মশালা সম্পন্ন
প্রকাশিত: ৩১ অগাস্ট ২০২৩, ০৬:৫১ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
রাইট টু গ্রো প্রকল্পের আয়োজনে উপজেলা সিএসও কমিটির সদস্যদের নিয়ে চারদিনের একটি এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয় জাগোনারীর প্রশিক্ষণ কক্ষ বরগুনায়।
গত ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ৩০ আগস্ট কর্মশালাটি সম্পন্ন করা হয়। কর্মশালার উদ্দেশ্য বাস্তবায়নে সিভিল সোসাইটির সদস্যদের এডভোকেসি বিষয়ে সক্ষমতা অর্জন করে ওয়াশ এবং পুষ্টি সমস্যায় ইউনিয়ন পরিষদে বাজেট বরাদ্দে এবং খরচে পরিষদকে উৎসাহিত করবে এবং প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করে কমিউনিটি পর্য়ায়ে ওয়াশ এবং নিউট্রেশন পণ্য পৌঁছে দেবে।
রাইট টু গ্রো কর্মসূচিটি এসিএফ, সিগা, ম্যাক্স ফাউন্ডেশন, সেভ দ্যা চিলড্রেন, হাঙ্গার প্রজেক্ট, এবং ওয়ার্ল্ড ভিশন এর মধ্যকার একটি কৌশলগত জোট। ডাস সরকারের অর্থায়নে রাইট টু গ্রো প্রকল্পটি ২০২১-২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ সহ আফ্রিকার পাঁচটি দেশে কমিউনিটি ভিত্তিক বিভিন্ন সংগঠন এবং সুশীল সমাজ সংস্হাগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করবে।
রাইট টু গ্রো প্রকল্প একটি কনসোর্টিয়াম এডভোকেসি প্রকল্প যা বাংলাদেশের বরগুনা সহ তিনটি জেলায় পুষ্টি ওয়াশ পরিকল্পনা এবং ইউনিয়ন পরিষদের পুষ্টি বাজেট পরিকল্পনা নিয়ে কাজ করছে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে, পাঁচ বছর কম বয়সী সকল শিশুদের পুষ্টি সমৃদ্ধ হিসাবে গড়ে তুলতে কমিউনিটি মায়েদের নিয়মিত পরামর্শ দেয়া এবং প্রতিটি শিশু তাদের পূর্ণ সম্ভাবনা নিয়ে বেড়ে ওঠার লক্ষ্যে বিভিন্ন অংশীজনের সাথে এডভোকেসি কার্যক্রম বাস্তবায়ন করা।
রাইট টু গ্রো কনসোর্টিয়াম থেকে দুইটি এডভোকেসি ইস্যু নির্ধারণ করা হয়। নির্ধারিত এডভোকেসি ইস্যু নিয়ে কর্মশালায় আলোচনা এবং একটি এডভোকেসি কৌশল নির্ধারণ করা হয়।
ইস্যু ১ হিসাবে নির্ধারণ করা হয় ইউনিয়ন পরিষদে পুষ্টি ও ওয়াশ খাতে বাজেট বরাদ্দ এবং খরচ করা। ইস্যু ২ হিসাবে নির্ধারণ করা হয় প্রাইভেট সেক্টর এবং স্হানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিশেষ করে ওয়াশ এবং নিউট্রেশন পণ্য খুব সহজেই কমিউনিটি পর্যায়ে যাতে পৌঁছানো যায় সে বিষয়ে এডভোকেসি করা। কর্মশালাটি যৌথভাবে সঞ্চালনা করেছেন সেভ দ্যা চিলড্রেন, এইচএলপিএফ।
চারদিন ব্যাপী এ কর্মশালাটি উদ্বোধন করেন জাগোনারী'র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। এছাড়াও উপস্থিত ছিলেন, এসিএফ'র রাইট টু গ্রো প্রোগ্রাম ম্যানেজার মো: বাবুল শেখ এবং সেভ দ্যা চিলড্রেন এবং এইচএলপিএফ'র প্রতিনিধিবৃন্দ।
৭ টি ইউনিয়ন থেকে মোট ২১ জন সিএসও সদস্য এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় নির্ধারিত দুইটি এডভোকেসি ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সবশেষে কর্মশালা থেকে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।
এখানে উল্লেখ্য, তালতলীতে মোট ৭১ টি সিএসও, স্হানীয় উদ্যোক্তাগণ, ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এবং উপজেলা প্রশাসন সবাই মিলে পাঁচ বছর কম বয়সী শিশুদের অপুষ্টি রোধে নিবিড়ভাবে কাজ করছে।
২০২১ সাল থেকে তালতলী উপজেলার সকল ইউনিয়নে জাগোনারী রাইট টু গ্রো প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটিকে কারিগরি সহায়তা করছে এসিএফ।