বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ এএম

ছবিঃ প্রতীকি
বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে রাকিব (২০), সাকিব (১৬) ও তানভীর (১৬) নামে তিন যুবক ও কিশোর নিহত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের আলমগীর হাওলাদার বাড়ির সামনে লেমুয়া-কাকচিড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব, ১ নং রায়হানপুর ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে, সাকিব ৬ নং কাকচিড়া ইউনিয়নের খাসতাবক নাসির হাওলাদারের ছেলে এবং তানভীর কাকচিড়া ইউনিয়নের খাসতাবক বাবুল হাওলাদারের ছেলে। জানা গেছে নিহত তিনজনই কলেজের ছাত্র।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কাকচিড়া বাজারের পোল্ট্রি খাবারের ব্যবসায়ী সোহেল পহলানের গোডাউনে খাবার নিয়ে আসা ট্রাকটি রাস্তার উপরে থামানো ছিলো। তবে ট্রাকে কোন বাতি ছিলো না। এদিকে কাকচিড়া বাজার থেকে লেমুয়ার দিকে একটি মোটরসাইকেল আসার পথে হঠাৎ করেই থামানো ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মাথায় গুরুতর আগাত লাগে। ঘটনাস্থলেই একজন নিহত হয়। নিহতসহ আহতদের কাকচিড়া বাজারে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এদিকে চিকিৎসাধীন হাসপাতাল (সাবেক এলাহী জেনারেল হাসপাতাল বর্তমানে মফজ্জল হোসেন হসপিটাল) এর কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের কাছে তিনজনের একজন জীবিত অবস্থায় নিয়ে আসা হয়। সাথে থাকা দুজন নিয়ে আসার পূর্বেই নিহত হয়, নিয়ে আসার অল্প সময়ের মধ্যেই জীবিত থাকা রকিবও নিহত হয়।
কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ও রায়হানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম বলেন দুর্ঘটনার খবর শোনামাত্রই আমরা হাসপাতালে উপস্থিত হয়েছি। তিনজনই নিহত হয়েছে। ইতিমধ্যে আমরা নিহতদের পরিবার ও পাথরঘাটা থানায় সংবাদ জানিয়েছি।