বরগুনায় মাসব্যাপী শরৎ উৎসবের আয়োজন

সফিকুল ইসলাম রাসেল, বরগুনা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম


বরগুনায় মাসব্যাপী শরৎ উৎসবের আয়োজন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরগুনা সুরঞ্জনা ইকো-ট্যুরিজমে মাসব্যাপী শরৎ উৎসবের আয়োজন করা হয়েছে।

এসেছে শরৎ, শুরু হয়েছে পর্যটন মৌসুম আর এ মৌসুমকে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ পর্যটনের অপরাধ সম্ভাবনাময় জেলা বরগুনায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব।

শনিবার বিকেল ৪ ঘটিকায় এ উৎসবের শুভ উদ্ভোদন করেন বরগুনা জেলা প্রশাসক জনাব মোহা. রফিকুল ইসলাম।

নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুল জানান দিচ্ছে উৎসবের ঋতু শরতের বার্তা। বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে পর্যটনের অমিত সম্ভাবনাময় জেলা বরগুনায় শুরু হয়েছে মাসব্যাপী শরৎ উৎসব। জেলা পর্যটন উন্নয়ন উদ্যোক্তা কমিটির সহযোগিতায় সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টের আয়োজনে জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। 

উৎসবে থাকছে গ্রামীণ সংস্কৃতির হারিয়ে যাওয়া বধূ উৎসব, ইলিশ উৎসব, পিঠা উৎসব, পুঁথিপাঠ উৎসব, ঘুড়ি উৎসব, জোছনা উৎসব এবং ফানুস উৎসবসহ ব্যতিক্রমী নানা আয়োজন। এমন উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয়রা।

পদ্মাসেতু উদ্বোধনের পর দেশের দক্ষিণাঞ্চলে বেড়েছে পর্যটকদের পদচারণা। জেলার পর্যটন শিল্প বিকাশের জন্যই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা।

শনিবার বিকেলে সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্টে শরৎ উৎসব উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এসময় জেলার পর্যটন শিল্প বিকাশে নানা পরিকল্পনার কথা জানান তিনি। আর পর্যটকদের নিরাপত্তার আশ্বাস দেন পুলিশ সুপার।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম, পুলিশ সুপার আব্দুস ছালাম, জেলা পর্যটন উন্নয়ন উদ্যোক্তা কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফ খান, সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট এর প্রধান উপদেষ্টা এ্যাড. সোহেল হাফিজ, সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট এর চেয়ারম্যান রোকসানা বেনজু সহ অনান্য নেতৃবৃন্দ। 

দেশের বৃহত্তম ইলিশ উৎসবের পাশাপাশি জোসনা উৎসব অনুষ্ঠিত হতো বরগুনায়। কিন্তু করোনার ধাক্কায় তা বন্ধ হয়ে যায়। শরৎ উৎসবের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া সকল উৎসব পুনরায় চালুর পাশাপাশি উৎসবের জেলা হিসেবে খ্যাতি পাবে বরগুনা এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Link copied