বরগুনায় ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

সফিকুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ এএম


বরগুনায় ৩ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ (সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালা করেন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মোঃ সহিদুল ইসলাম এর নেতৃত্বে ২০০ গ্রাম ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মনির হাওলাদার (৩৫) ও মাসুম বিল্লাহ (৩২) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মনির হাওলাদার ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মো. সোনা মিয়া হাওলাদারের ছেলে এবং মাসুম বিল্লাহ একই ইউনিয়নের মো. আবুল হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, তারা উভয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসার সাথে জড়িত ছিল।

ডিবি এস আই মো. সহিদুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদ পাই যে, বুড়ির চরে ইউনিয়নের কেওড়া বুনিয়া বাজারে ২ জন লোক মাদক নিয়ে অপেক্ষা করছেন। তথ্য পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থানে যাই এবং তাদেরকে হাতেনাতে ধরতে সক্ষম হই। তাদের সাথে ২০০ গ্রাম গাজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিলো যার আনুমানিক বাজার মূল্য ৪০,০০০ টাকা।

অপর একটি তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার আমতলী থানার এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। ওই অভিযানের ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলে্‌ আমতলী পৌরসভা ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ সিরাজ হাং এর ছেলে মোহাম্মদ রুমান (২০)।

এস আই সিদ্দিকুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জেলার আমতলী থানায় আমতলী পৌরসভার পশ্চিম মাথায় অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে রোমান নামের একজনকে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হই। 

বরগুনার পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম বলেন, বরগুনাকে মাদকমুক্ত করতে আমাদের পুলিশবাহিনী বদ্ধপরিকর। আমরা সর্বদা সচেতন রয়েছি। কোন ধরনের অন্যায় অপরাধকে বরগুনা পুলিশবাহিনী প্রশ্রয় দিবে না।

তিনি আরো বলেন, আপনারা জানেন যে গত পরশুদিন একজনকে ১০২০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে। গতকালকেও আমরা মাদক সহ তিনজনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 
 

Link copied