ভরা বর্ষায়ও সেচ দিয়ে রোপা আমন চাষ

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী)

প্রকাশিত: ৩ অগাস্ট ২০২৩, ০৪:১৮ এএম


ভরা বর্ষায়ও সেচ দিয়ে রোপা আমন চাষ

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মনোহরদীতে মধ্য শ্রাবণে ভরা বর্ষা মৌসুমেও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে জমিতে সেচ দিয়ে রোপা আমন ধানের চাষ চলছে। মনোহরদীর ৮-৯টি গ্রামের মাঠে এ চিত্র দেখা গেছে। 

ক্যালেন্ডারের পাতায় এখন পুরোপুরি বর্ষাকাল। আষাঢ় গিয়ে শ্রাবণেরও মধ্যকাল। কিন্তু অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে মনোহরদীতে কৃষকদের চলতি রোপা আমন ধানের চাষ ব্যহত হচ্ছে।

এমতাবস্থায় আমন ধানের বীজতলায় চারার উপযুক্ততা নষ্ট হতে বসেছে। ফলে কৃষক বাধ্য হয়ে শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে জমিতে ধান রোপণ করতে শুরু করে।

গতকাল বুধবার মনোহরদীর চন্দনবাড়ী, কুতুবদী, হেতেমদী, মাধুপুর, চন্দনপুর, চেঙ্গাইন, চালাকচর, বীরআহাম্মদপুর, মনতলা ও পাড়াতলা গ্রামের ফসলের মাঠ ঘুরে এ রকম চিত্র চোখে পড়েছে।

হেতেমদী গ্রামের মাঠে রোপা আমন চাষের জন্য কৃষক নজরুল (৫০) ও তার স্ত্রী জমিতে সেচ যন্ত্রের সাহায্যে সেচের পানি নিচ্ছিলেন। তিনি জানান, বৃষ্টির আশায় আর কতো বসে থাকবো? তাই সেচ দিয়ে হলেও জমির আবাদ ঠিক রাখতে হচ্ছে।

পাড়াতলা গ্রামের মাঠে জমি তৈরি করতে সেচ যন্ত্র দিয়ে সেচ দিচ্ছিলেন শ্যালো মেশিনের মালিক হালিম (৩৫)। তিনি জানান, কৃষকদের তাগাদায় ভরা বর্ষায়ও তিনি শ্যলো মেশিন চালাচ্ছেন।

মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার জানান, রোপা আমনের সঠিক সময় অতিক্রান্ত হচ্ছে বলে বৃষ্টিপাতের অভাবে কৃষক জমিতে সেচ দিয়ে রোপা আমন ধানের আবাদ করছেন।

Link copied