বাদামের ফলন কম, দাম বেশি; তাইতো খুশি চাষীরা
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১২:২৩ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে রয়েছে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা। গল্প ও আড্ডায় মুখরোচক খাবার হিসেবে বাদাম বেশ জনপ্রিয়।
অল্প খরচে বেশ লাভজনক একটি ফসল বাদাম। এই ফসল মুলত চর এলাকার হালকা বেলে ও দোআঁশ মাটিতে ভাল হয়। এবার অতিরিক্ত খড়ায় রাজবাড়ীতে বাদামের ফলন কম হলেও দাম ভাল পাওয়ায় লাভবান হচ্ছেন চাষীরা।
রাজবাড়ী নদী তীরবর্তী একটি জেলা। ভৌগলিক কারণে এ জেলার ৫ উপজেলার বালিয়াকান্দি ব্যাতিত ৪ উপজেলার বিস্তৃর্ণ চরাঞ্চলে কম বেশি বাদামের চাষ হয়ে থাকে। এ জেলায় বিণা ৪ ও ৮ জাতের বাদাম চাষ বেশি হয়।
এদিকে চরাঞ্চল থেকে বাদাম তুলে নদীর পাড়ে এনে কাঁচা বাদাম ছাড়ানো, পরিস্কার-পরিচ্ছন্ন ও শুকানোর কাজ করছেন চাষীরা। বাদাম চাষে এবার চাষীদের প্রতিবিঘায় সবমিলিয়ে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। অতিরিক্ত খড়ায় সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় এবার বিঘায় ফলন হয়েছে ৪ থেকে ৭ মণ পর্যন্ত। এবং বাজারে প্রতিমণ বাদাম ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি করছেন চাষীরা।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, এ বছর জেলায় প্রায় ১২শ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে। যা লক্ষমাত্রার চেয়ে প্রায় ২শ হেক্টর বেশি। এর মধ্যে রাজবাড়ী সদরে ১৭৫, পাংশায় ৪৫০, কালুখালীতে ২৬০ ও গোয়ালন্দে ২৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে ।
একাধিক বাদাম চাষী একাত্তর পোস্টকে জানান, বাদাম চাষে তাদের প্রতিবিঘায় সবমিলিয়ে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। ফলন ভাল হলে বিঘায় ১০ থেকে ১২ মন পর্যন্ত ফলন হয়। কিন্তু এবার অতিরিক্ত খড়ায় ফলন একটু কম হয়েছে। যার কারণে এবার বিঘায় ৪ থেকে প্রায় ৮ মণ পর্যন্ত ফলন হয়েছে এবং প্রতিমণ বাদাম বাজারে ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি করেছেন। ফলন ভাল হলে আরও লাভবান হতেন। তবে কৃষি অধিদপ্তরের কোন সহযোগিতা তারা পান নাই।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বাদাম একটি অর্থকারী ফসল। এই ফসল (রবি-১, ২ ও ৩) এই ৩ মৌসুমে হয়। দেশের এক এলাকার উৎপাদিত বাদাম অন্য এলাকায় বীজ হিসেবে ব্যবহৃত হয়। বাদাম মূলত চরাঞ্চলে আবাদ হয়। এবার অতিরিক্ত খড়ায় কিছু কিছু স্থানে ফলন একটু কম হয়েছে। তারপরও বাদাম চাষ বাড়াতে চাষীদের উৎসাহ দিচ্ছেন। জেলায় অল্প কিছু স্থান ছাড়া এবার বেশির ভাগ স্থানে ফলন ভাল হয়েছে। ফলন ভাল হলে বিঘায় ১০ থেকে ১২মণ পর্যন্ত বাদাম হয়। বাজার মূল্য অনুযায়ী বাদাম চাষ একটি লাভজনক ফসল।