নেত্রকোনায় হাওরের অধিকাংশ ধান কাটা শেষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩, ০৪:১৪ এএম


নেত্রকোনায় হাওরের অধিকাংশ ধান কাটা শেষ

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা জেলায় হাওরাঞ্চলে মঙ্গলবার পর্যন্ত ৮০ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

নেত্রকোনায় ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারি বৃষ্টিপাত হবে, আবহাওয়া অধিদপ্তরের এমন আশঙ্কার পর হাওর এলাকা জুড়ে মাইকিং করা হয়। এ সময় বলা হয়, বৃষ্টির পর পাহাড়ি ঢল নেমে হাওরের বোরো ধান তলিয়ে যেতে পারে। এতে কৃষকরা জোরেসোরে ধান কাটা শুরু করেন। তবে ২০ এপ্রিল রাতে সামান্য বৃষ্টি হলেও এরপর আর বৃষ্টিপাত হয় নি।

জগন্নাথপুরের কৃষক জমির মিয়া এবং মেন্দিপুরের কৃষক সমীরণ সরকার বলেন, ‘যেভাবে রোদ ছিল, তাতে আর দুই-চার দিন পর ধান কাটলে ধান আরো পুষ্ট হতো। তবে এখন কাটলেও খারাপ হয়নি।’

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, ‘জেলার ছয়টি হাওর উপজেলায় ৪০ হাজার ৯৭০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। মঙ্গলবার পর্যন্ত কাটা হয়েছে ৩৩ হাজার হেক্টর। শতকরা হিসাবে যা ৮০ ভাগ। আর তিন চার দিনের মধ্যে বাকি ধান কাটা শেষ হবে আশা করছি।’  তিনি বলেন, হাওরে মোট ৭৩০টি হারভেস্টার মেশিন একনাগাড়ে ধান কাটা হয়েছে। এ ছাড়া ১৬ হাজার শ্রমিকও হাওরে ধান কাটছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে এ সপ্তাহে প্রবল বর্ষণ হতে পারে এমন খবর পাওয়ার পর পরই কৃষকদের হাওরের পাকা ধান কাটার কথা বলা হয়। কৃষকরা সেভাবেই কাজ করছেন। তবে প্রচণ্ড রোদ থাকায় এবার ধানও পেকেছে তাড়াতাড়ি।  এতে করে আগাম বন্যা এলেও বোরো ধানের কোনো ক্ষতি হবার আশঙ্কা নাই বলেও তিনি উল্লেখ করেন।

নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আর চার-পাঁচ দিনের মধ্যে সব জমির ধান কাটা শেষ হবে। তিনি বলেন, হাওরের ২০৬টি ফসল রক্ষা বাঁধ ও যথাসময়ে সংস্কার করার কারণে বন্যা হলেও এখন আর বোরোর কোনো ক্ষতি হবে না।

Link copied