রাজবাড়ীতে কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দিল কৃষকলীগ
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ১২:৪২ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নির্দেশনায় অসহায় এক কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেঁটে বাড়ীতে পৌছে দিয়েছে রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগ।
রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর বাটকেমারী বিলে কৃষক আব্দুল আলীমের ক্ষেতের ধান কেঁটে দেয়া হয়।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আল মামুন আরজু ও সাধারণ সম্পাদক আলাউদ্দীন আলালের নেতৃত্বে ধান কাটার সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, বিপ্লব মুক্ত বিশ্বাস, কালুখালী উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মিজানুর রহমান, রাজবাড়ী পৌর কৃষক লীগের আহবায়ক শাহিদুল হক তিতু, মো. রাজু আহমেদ, আ. মতিন, নাহিদ স্বপন, দারোগ আলী মন্ডল, শুকুর মোল্লা, আলমগীর হোসেন, সবুজ মোল্লা সহ জেলা ও উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
কৃষক আব্দুল আলীম বলেন, শ্রমিক সংকট, শ্রমিকের মুল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়ি। কৃষকলীগ এসময় পাশে এসে দাড়ানোও আমি উপকৃত হয়েছি। এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষকলীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান বলেন, অসহায় কৃষক, যারা শ্রমিক পাচ্ছে না। অর্থাভাবে ধান কাটতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের সহযোগিতায় কৃষকদের ধান কেঁটে বাড়ীতে পৌঁছে দেবার কাজ শুরু করেছেন।
আজ সদর উপজেলা কৃষকলীগের কর্মসুচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভা কমিটি তাদের ধান কাটা কর্মসুচী চালিয়ে যাবে। ধান মাঠে থাকা পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।