৫ বছর আগে হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
রাজবাড়ীর গোয়ালন্দে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
জানা যায়, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া'র ব্যবহৃত Samsung J7 মডেলের একটি মোবাইল ফোন ৫ বছর আগে ২০১৮ সালে হারিয়ে ফেলে। পরে তিনি গোয়ালন্দ ঘাট থানায় একটি হারানো জিডি করেন। জিডি এন্ট্রির পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় খাগড়াছড়ির রামগর থানা এলাকা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে মোবাইলের প্রকৃত মালিক মো. ছিদ্দিক মিয়া'র নিকট হস্তান্তর করেন।
হারানো মোবাইল ফোন ফিরিয়ে পেয়ে মো. ছিদ্দিক মিয়া গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার ও ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ'কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও আইএমই নম্বর সার্চ করে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। পরে প্রকৃত মালিককে মোবাইলটি ফেরতও দেওয়া হয়েছে।