যুবলীগ নেতাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রানা আকন্দ, নেত্রকোনা

প্রকাশিত: ৩ মে ২০২৩, ০২:৩৬ পিএম


যুবলীগ নেতাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যুবলীগ নেতা আব্দুল আওয়াল (৪১) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দলীয় নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।

নিহত আব্দুল আওয়াল উপজেলা সদরের মাছ মহাল এলাকার মৃত-কেফায়েত উল্লাহর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন। ব্যক্তি জীবনে তার স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা যুব লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ কবীর। এ সময় বক্তরা আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রাতে নিজ বাসায় খুন হন আওয়াল। পরে এ ঘটনায় ১৫ এপ্রিল তার ভাই রাসেল খান বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। এখন পর্যন্ত এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ইতিমধ্যে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Link copied