প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে হত‌্যা

‌মো: সাজ্জাতুল ইসলাম

প্রকাশিত: ৩ মে ২০২৩, ০৮:৩১ এএম


প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে হত‌্যা

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার বারহাট্টায় প্রেমে ব্যর্থ হয়ে এক বখা‌টের ছু‌রিকঘা‌তে মুক্তি রানী বর্মণ (১৬) নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থী‌ খুন হ‌য়ে‌ছেন।

মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী মুক্তি রানী বর্মণ উপজেলার প্রেমনগর গ্রামের নিখিল বর্মণের মেয়ে। সে স্থানীয় ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক শাখার অধ‌্যায়নরত। বখা‌টে ঘাতক কাউছার মিয়া (২১) একই গ্রামের সামছু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধ‌রে  মু‌ক্তি রানী বর্মণ বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই বখা‌টে কাউছার তা‌কে উত্ত্যক্ত করছিল। বিষয়টি তার পরিবারকেও জানানো হয়েছিল। প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় মঙ্গলবার দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় মুক্তি রানী বর্মণের পথ আটকায় কাউছার মিয়া ও তার কয়েকজন সহযোগী। এক পর্যায়ে মুক্তি রানী বর্মণকে প্রকা‌শ্যে ছু‌রিকাঘাত করে কাউছার। এ‌তে সে গুরুতর আহত হয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের টিটু বলেন, মুক্তি রানী বর্মণ মেধাবী শিক্ষার্থী ছিল। তার সহপাঠিরা বলেছে, বাড়ি ফেরার পথে তাকে কুপানো শুরু করে এক বখাটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। ঘটনার সাথে জড়িত বখাটের বিচার দাবি করেন তিনি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, অভিযুক্ত বখাটে যুবককে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

Link copied