যেসব এলাকায় বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১১ পিএম


যেসব এলাকায় বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কয়েকদিন অসহ্য গরমের পর স্বস্তির মেঘ দেখা গিয়েছিল আকাশে। তবে গরমের রেশ কাটতে না কাটতেই ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়ে দুর্ভোগ দেখা দেয় রাজধানীসহ বিভিন্ন শহরে। বৃহস্পতিবার বিকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। আগামী কয়েকদিন কেমন থাকবে আকাশের অবস্থা, তা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

শনিবার থেকে রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 

বৃষ্টি হলেও কেন গরম কমছে না জানতে চাইলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, একটি কারণ হলো, বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে। তবে সারা দেশেই তাপমাত্রা কমেছে। তারপরও গরমের অনুভূতি যাচ্ছে না; এর প্রধান কারণ বাতাসে আদ্রতা বেশি। আদ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তিকর অনুভূতি হচ্ছে।
 

Link copied