আগামীকাল বিকাল ৪টার মধ্যে আঘাত হানতে পারে 'মোখা'

ডেক্স রিপোর্ট

প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১২:০৩ পিএম


আগামীকাল বিকাল ৪টার মধ্যে আঘাত হানতে পারে 'মোখা'

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় মোখা আগামীকাল রোববার দুপুর ৩টা থেকে বিকাল ৪টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৩ মে) দুপুরে আবহাওয়া অধিদপ্তরে পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান গণমাধ্যমকর্মীদের এই কথা বলেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে অর্থাৎ আমাদের টেকনাফ ও সেন্ট মার্টিনের দিকে ধাবিত হচ্ছে। এটি বর্তমানে ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে।

ঝড়ের কেন্দ্রের পরিধি ৭৪ কিলোমিটার উল্লেখ করে তিনি আরও বলেন, এটি যদি সেন্ট মার্টিনের দক্ষিণ দিয়ে অতিক্রম করে তারপরও টেকনাফ ও সেন্টমার্টিনে কেন্দ্রের প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, আগামীকাল দুপুর ৩টা থেকে বিকেল ৪টার মধ্যে বড় অংশ আঘাত হানার সম্ভাবনা ৯০ শতাংশ। স্থলভাগে আঘাত করার পরে এটি যখন উপকূলীয় এলাকা অতিক্রম করতে শুরু করবে, সেই সময় ৪ থেকে ৬ ঘণ্টা এর প্রভাব থাকবে।

এর পরে ঝড়টি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে।

Link copied