তিন পরিবর্তনে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১১:০৬ এএম

ছবিঃ সংগৃহীত
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা।
প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৩২০ রানের লক্ষ্য পেরিয়ে ৩ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। আজ সিরিজের শেষ ম্যাচে জিতলেই ট্রফি নিয়ে দেশে ফিরবে তামিম ইকবালের দল।
ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে। এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার। এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীরও। এছাড়া একাদশে সুযোগ পেয়েছেন পেসার মুস্তাফিজ রহমান।
অন্যদিকে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আইরিশরা। গ্রাহাম হিউমের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ক্রেইগ ইয়াং। এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় আয়ারল্যান্ড।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ডের একাদশ: অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।