জাতীয় দলের প্রথম অংশ লন্ডন পৌঁছাবে আজ সন্ধ্যায়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১ মে ২০২৩, ১২:৫৮ পিএম


জাতীয় দলের প্রথম অংশ লন্ডন পৌঁছাবে আজ সন্ধ্যায়

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগেই জানা, জাতীয় দল লন্ডন যাবে দুই ভাগে। সেই দুই ভাগই পূর্ব নির্ধারিত সময়েই দেশ ত্যাগ করেছে। প্রথম ভাগ ঢাকা ছেড়েছে রোববার মধ্যরাতের পর, ১টা ৪০ মিনিটে। আর দ্বিতীয় ভাগ ঢাকা ছেড়েছে আজ সোমবার সকাল সোয়া ১০ টায়। প্রতি বহরেই ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ মিলে ১১ জন করে ছিলেন।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ লন্ডন পৌছাবে জাতীয় দলের প্রথম ভাগ। সকালে যাত্রা করা দ্বিতীয় ভাগ লন্ডন পৌঁছাতে পৌঁছাতে সোমবার মধ্যরাত হয়ে যাবে।

এদিকে জাতীয় দলের মূল অংশ লন্ডন যাত্রা করলেও আইপিএল খেলা দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমানই শুধু যাননি দলের সঙ্গে। এর মধ্যে লিটন দাস যাবেন আগামীকাল মঙ্গলবার। তবে মোস্তাফিজের লন্ডন যাওয়া নিয়ে দু‘রকম কথা শোনা যাচ্ছে। বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ বিকেলে জানালেন, ‘মোস্তাফিজের ৫ মে দলের সাথে যোগ দেওয়ার কথা।

তবে জালাল নিশ্চিত করে বলতে পারেননি কাটার মাস্টার কবে যাবেন? বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু লন্ডন যাবেন আগামী ৪ মে।

মোস্তাফিজ কি তাদের সাথেই যাবেন? নাকি সরাসরি ভারত থেকে লন্ডন হয়ে চেমসফোর্ডে দলের সাথে মিলিত হবেন? তাও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বোর্ডের এক সুত্র জানিয়েছে, আগামী দু-একদিনের মধ্যে মোস্তাফিজের দেশে ফেরার সম্ভাবনা আছে। তারপর দেশে ফিরে তিনি লন্ডন যাবেন।

বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, ‘লিটন দাস একা মঙ্গলবার রাতের ফ্লাইটে লন্ডন যাবেন। আর মোস্তাফিজ কাল না হয় পরশুর ভেতর দেশে ফিরে ৪মে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আর প্রধান নির্বাচক মিনহ্জুল আবেদিন নান্নুর সাথে একই ফ্লাইটে ৪ মে লন্ডনের উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন।

Link copied