পদ্মায় নিখোঁজের ২৭ ঘন্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২২ পিএম


পদ্মায় নিখোঁজের ২৭ ঘন্টা পর কৃষকের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৭২ ঘন্টা পর কৃষক কুদ্দুস মন্ডলের (৫৮) মরদেহ প্রায় ৪ কিলোমিটার দূর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার চরআফড়া এলাকার পদ্মা নদী থেকে তাকে উদ্ধার করা হয়। সে পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া গ্রামের মৃত উজির মন্ডলের ছেলে।

হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন মনির বলেন, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে খাবার খেয়ে হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদীর ঘাট দিয়ে তারা সকলেই নৌকায় করে পদ্মা নদীর চরে কাজ করতে যাচ্ছিল। সঙ্গে ১০ জন ছিল। পথে পদ্মার উত্তাল ঢেউয়ের কারণে তাদের বহনকৃত নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সকলেই সাঁতরে পাড়ে উঠতে পারলেও কুদ্দুস মন্ডলকে পাওয়া যায়নি। 

পরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান বলেন, কুদ্দুস মন্ডলসহ ১১ জন সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর ওপারে ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। কিন্তু নদীতে টেউয়ের কারণে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে চলে আসে। খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে দিনভর উদ্ধার তৎপরতা করছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চরআফড়া এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা উদ্ধার করেছেন।

পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর কাজ করেন। তবে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে চরআফড়া থেকে উদ্ধার করে। 

Link copied