ঠাকুরগাঁওয়ে মাসহ দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৮ এএম


ঠাকুরগাঁওয়ে মাসহ দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের একদিন পর মাসহ দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের তীরনই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাসিমা বেগম, শাওন (৮) ও সাফাত (৬) নামে দুই ছেলে সন্তান। 

থানা ও পারিবারিক সূত্রে জানা যায় যে, গত  মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই ছেলে সন্তানকে নিয়ে নিখোঁজ হোন তাদের মা। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া না গেলে পরদিন আজ সকালে তীরনই নদীতে তাদের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্হানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত চলছে। 

Link copied