আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে সবজি বীজ ও চারা বিতরণ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত
সরকারের নির্দেশনা মোতাবেক দেশের এক ইঞ্চি জায়গা ফেলে না রেখে তা আবাদ যোগ্য করে তোলার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরকারের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত হতদরিদ্র পরিবারের নারী ও শিশুদের পুষ্ঠি চাহিদা পূরণের লক্ষ্যে বিনামূল্যে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার (২৬সেপ্টেম্বর) উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের মিরডাঙ্গী আশ্রয়ন প্রকল্পে বসবাসরত প্রায় ৫০টি পরিবারের মাঝে বিভিন্ন রকমের সবজি বীজ ও বীজের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
উক্ত বীজ ও চারা বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বর্তমান সরকার দেশের সব শ্রেণীর মানুষের বসবাসের জন্য গৃহের ব্যবস্থা করেছেন। সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কেউ যেন খাদ্য অভাব ও অপুষ্টিতে না ভোগে সেজন্য বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তা বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের এমন মহৎ উদ্যোগ সফল করার জন্য এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন, যথাক্রমে উপজেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও চারা বিতরণ করা হবে।
এসময় বীজ ও চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহরিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম এবং আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শতাধিক নারী ও পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।