বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম


বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা পাঁচদিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা বন্যার পানির প্রবল চাপে রাস্তা ভেঙ্গে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সঙ্গে গত তিন দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে যোগাযোগের ক্ষেত্রে দুই উপজেলাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

সড়কটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজার নামক এলাকায়। সেখানে পূর্বের লোহার বেইলি ব্রীজ ভেঙ্গে নতুন করে কংক্রিটের ব্রীজ তৈরির কাজ চলমান রয়েছে। ব্রীজের পাশ দিয়ে চলাচলের জন্য মাটি দিয়ে অস্থায়ী বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছিল। সে সড়কটি গত পাঁচ দিনের ভারি বৃষ্টিপাতের ফলে পানিতে ভেসে যাওয়ায় গাড়ি চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাণীশংকৈল উপজেলার সঙ্গে হরিপুর উপজেলার যোগাযোগের একমাত্র সংযোগ সড়ক এই রাস্তা। এই রাস্তা দিয়ে ঠাকুরগাঁও জেলাসহ রাণীশংকৈল উপজেলার লোকজন হরিপুর উপজেলায় যাতায়াত করে আসছে। টানা পাঁচদিনের অতি বৃষ্টিতে বন্যার পানি বৃদ্ধি ও পানির প্রবল চাপে গত রোববার (২৪ সেপ্টেম্বর) এই গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় গাজিরহাট ও মিরডাঙ্গী দিয়ে ২০-২৫ মাইল ঘুরে দুই উপজেলাবাসীকে যোগাযোগ করতে হচ্ছে। গত ৩ দিনেও ভেঙ্গে যাওয়া রাস্তা মেরামত বা বিকল্প সেতু নির্মাণ না হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে হাজার হাজার মানুষের দুর্ভোগের শেষ নেই।

রাস্তাটির উপর একটি বেইলী ব্রীজ ভেঙ্গে কালভার্ট সেতু নির্মাণাধীন। যার কাজ ৫০ ভাগ শেষ হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে নির্মাণাধীন ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে পারাপার হচ্ছেন অনেকেই।

অপরদিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজার বেইলি ব্রিজের নির্মাণাধীন অস্থায়ী সড়কটির ঠিক মাঝ দিয়ে তীব্র স্রোতে ভেঙ্গে যাওয়ার ফলে এতে করে নেকমরদ থেকে চেকপোস্ট ও চেকপোস্ট থেকে ওই পথে ঠাকুরগাঁওয়ে যাতায়াতকারী মানুষেরা একই ভোগান্তিতে পড়েছে। পথচারীরা দ্রুত এ দুটি সড়ক সচলের দাবি তুলেছেন।

এসময় পথচারীদের সাথে কথা হলে তারা জানান, হরিপুর উপজেলা থেকে জরুরী কাজে জেলা সদরে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বেরিয়ে দেখি রামপুরের সড়ক পানিতে ভেসে গেছে। বাধ্য হয়ে এখন অন্য কোন পথ দিয়ে যেতে হবে। 

রাণীশংকৈল থেকে হরিপুর যাওয়ার পথে এক পথচারী জানান, জরুরি কাজে হরিপুর যাবো। এজন্য থ্রি হুইলারে চড়ে এসে দেখি এখানকার (রামপুর) সড়ক পানিতে। তাই থ্রি-হুইলার থেকে নেমে খুব সতর্কতার সহিত নির্মাণাধীন ব্রিজের উপর দিয়ে পার হয়ে হরিপুরগামী অটো চেপে যাচ্ছি হরিপুরে। পথচারীরা দ্রুত এই দুটি সড়ক সচলের দাবি জানিয়েছেন।

রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারী জানান, ঠাকুরগাঁও থেকে ব্রীজের প্রকৌশলী ও ঠিকাদার এসেছে। তারা বিকেলে সড়কটির পুনরায় সংস্কার করে চলাচলের ব্যবস্থা করে দিবেন বলে তাকে জানিয়েছেন।

ঠাকুরগাঁও (সওজ) নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম জানান, অতি বৃষ্টির কারণে এবং কৃষকেরা তাদের চাষাবাদকৃত ধান বাঁচানোর লক্ষে সড়কটি হয়তো বা কেটে দিয়েছে। এতে পথচারীদের দুর্ভোগ চরমে। পানি স্বাভাবিক হলেই সড়কটি পুণরায় সংস্কার করে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি।

Link copied