কাস্টমের ৫৫ কেজি সোনা গায়েবের মামলা যাচ্ছে ডিবিতে
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

ছবিঃ প্রতীকি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদামের ভল্ট থেকে ৫৫ কেজি সোনা চুরির মামলা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে যাচ্ছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দর থানা থেকে মামলাটি ডিবির উত্তরা বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের ভল্ট (গুদাম) থেকে ৫৫ দশমিক ৫ কেজি স্বর্ণ উধাও হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ কোটি টাকা।
এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি জানতে পারেন কাস্টমস কর্মকর্তারা।
এসব সোনা যাত্রীদের কাছ থেকে জব্দ করার পর ঢাকা কাস্টমস হাউসের গুদামে রাখা হয়েছিলো। সাধারনত যাত্রীদের কাছ থেকে জব্দ করা সোনার বার, অলংকারসহ মূল্যবান জিনিস গুদামে রাখা হয়।
সেই গুদামে রক্ষিত সোনার হিসাব মেলাতে গিয়েই থলের বিড়াল বেরিয়ে আসে। কীভাবে এত সোনা উধাও হলো সে বিষয়ে মুখ খুলছেন না কাস্টম হাউসের কোনও কর্মকর্তা। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
কাস্টম হাউসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, জব্দ মালপত্র গুদামে ঠিকঠাক রয়েছে কিনা, তা নিশ্চিত হতে কয়েক দিন ধরেই নিবিড়ভাবে কাজ করে যাচ্ছিল কাস্টম হাউস। আলাদা একাধিক দল গুদামের মালপত্রের তালিকা প্রস্তুত করছিল। এ সময় তারা দেখতে পায়, গুদামের একটি তালা বাইরে থেকে অক্ষত থাকলেও ভেতরের লকার ভাঙা। এর পরই স্বর্ণ চুরির বিষয়টি ধরা পড়ে।
পুলিশের দাবি, এটি কোনো সাধারণ ভল্ট না। সাধারণ কোনো ব্যক্তি বা চোরের চুরি করা সম্ভব না। এছাড়াও ওই জায়গাটি সম্পূর্ণ সংরক্ষিত এলাকা। এছাড়াও পুরো এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত।