ডিবি কার্যালয়ে এবার মধ্যাহ্নভোজ করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম


ডিবি কার্যালয়ে এবার মধ্যাহ্নভোজ করলেন হিরো আলম

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দুপুরের খাবার খেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম।

বুধবার দুপুরে দুই সহযোগীসহ রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম। 

এ সময় ডিবিপ্রধান মো. হারুন অর রশীদের সঙ্গেও হিরো আলম দেখা করেন।

জানা যায়, আবার মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়েছেন হিরো আলম। এ বিষয়ে অভিযোগ জানাতে বুধবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান তিনি।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এসে হিরো আলম সাংবাদিকদের জানান, তিনি ডিবি প্রধান হারুন অর রশিদের সঙ্গে দেখা করতে এসেছেন।  

এ বিষয়ে হাতিরঝিল থানায় বার বার অভিযোগ করেও তিনি কোনো সমাধান পাননি। তাই তিনি ডিবি প্রধানের কাছে এসেছেন।

একটি ভিডিও ক্লিপে ডিবি কার্যালয়ে হিরো আলমকে মধ্যাহ্নভোজ করতে দেখা যায়। এ সময় তাকে বলতে দেখা গেছে, এটা ঠিক না। দু’রকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? অপু আসলে অনেক খাবার দিছেন, নেতা আসলে অনেক কিছু খেতে দিছেন। আর আমাদের খালি আলু ভর্তা, ডাল, ভাজি দিছেন।

Link copied