এডিসি হারুনের ওপরেই প্রথমে হামলা হয়েছে: ডিবি প্রধান
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত
এডিসি হারুন অর রশিদের ওপর ঘটনার রাতে প্রথমে হামলা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন–অর–রশীদ।
মঙ্গলবার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব জানান তিনি। এসময় তিনি বলেন, এ হামলার নেতৃত্বে ছিলেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক।
উল্লেখ্য, শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
সোমবার (১১ সেপ্টেম্বর) এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
ডিবি প্রধান আরও বলেন, তিনি তো ইচ্ছে করলে আমাদের (পুলিশ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন, অবহিত করতে পারতেন। অথবা তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতেন। সেটি না করে হাসপাতালের ভেতরে অসংখ্য মানুষের সামনে একজন পুলিশ কর্মকর্তাকে ধাওয়া করা, তাঁর চশমা ভেঙে ফেলা, তাঁর ওপর আঘাত করা—এটা সঠিক করেছেন কি না, আমি জানি না। তবে এটা তদন্ত হওয়া উচিত।