এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৬ এএম


এশিয়া কাপে ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিকুর রহিম

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া কাপের এবারের আসর থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে সুপার ফোরের একটি ম্যাচ এখনো বাকি আছে টাইগারদের।

আগামী শুক্রবার ভারতের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচে খেলতে নামবে তারা। তবে রোহিত শর্মার দলের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ। 

এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলছেন না মুশফিকুর রহিম। সদ্য কন্যা সন্তানের বাবা হওয়ায় মুশফিককে পরিবারের সঙ্গে থাকার জন্য ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার বিকেলে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

উল্লেখ্য, রোববার (১০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন মুশফিকুর রহিম। গত ৮ সেপ্টেম্বর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, শ্রীলঙ্কার ম্যাচ শেষে ১০ তারিখে পারিবারিক কারণে দেশে ফিরবেন মুশফিকুর রহিম।

পরে জানা যায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

Link copied