এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও বৃষ্টির আশঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ এএম


এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও বৃষ্টির আশঙ্কা

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়া কাপের অধিকাংশ ম্যাচেই বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়িয়েছিল সুপার ফোরের পাকিস্তান বনাম ভারতের ম্যাচটি।

আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

তবে বৃষ্টির কথা মাথায় রেখে এশিয়া কাপের ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। আজ বৃষ্টির জন্য খেলা শেষ না করা গেলে খেলা গড়াবে সোমবার। রিজার্ভ দিনের খেলা হবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী।

কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।  

শুরু হবে বললেও কিন্তু আছে। কেননা, গোটা টুর্নামেন্টকে ধাওয়া করা বৃষ্টি শেষ মহারণেও বিঘ্ন সৃষ্টি করতে পারে।

কলম্বোর আবহাওয়া অফিস আজও বারকয়েক বৃষ্টি-বিরতির পূর্বাভাস দিয়েছে। ঝড়ো বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার এবং সোমবার দু’দিনেও যদি খেলা শেষ না করা যায় তাহলে মঙ্গলবার আর খেলা হবে না। ভারত এবং শ্রীলঙ্কাকে যুগ্মভাবে প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হবে।

Link copied