মিরাজ-শান্তর সেঞ্চুরি, ভাঙলেন তিন বছরের পুরনো রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পিএম


মিরাজ-শান্তর সেঞ্চুরি, ভাঙলেন তিন বছরের পুরনো রেকর্ড

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেক-শিফট ওপেনার হয়েই বাজিমাত করলেন মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে ইনিংস উদ্বোধন করতে নেমে আফগানিস্তানের বিপক্ষে এই অলরাউন্ডার তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি।

আসরের প্রথম ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা নাজমুল হোসেন শান্তও পেয়ে গেছেন তিন অঙ্কের দেখা। তিনিও তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি।

সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা একটা সময় ধরেই নিন্দার পাত্র ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে দিনে দিনে নিজেকে আরও পোক্ত করেছেন। বাংলাদেশের টপ অর্ডারে নির্ভরতার প্রতীক তিনিই। আগের ম্যাচেও বাকি সবার ব্যর্থতার মাঝে উজ্জ্বল ছিলেন তিনি। সেবার থেমেছেন ৮৯ রানে। 

তবে সেই আক্ষেপ মিটিয়ে আজ সেঞ্চুরিই করলেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে লাহোরে খেললেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস।

ব্যাট হাতে মিরাজের শতকের পরেই শান্তও পেয়েছেন তিন অঙ্কের দেখা। ১০১ বলে এসেছে তার দুর্দান্ত সেঞ্চুরি।

 তৃতীয় উইকেটে মিরাজ-শান্তর শতকে টাইগারদের তিন বছরের পুরনো রেকর্ড ভাঙে তারা।

এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের  বিপক্ষে বাংলাদেশের দুই ক্রিকেটার একই ম্যাচে শত রানের দেখা পেয়েছিলেন। যেখানে তামিম ১২৮ এবং লিটন ১৭৬ রান করেন।

এরপর আজ নাজমুল হাসান শান্ত এবং মেহেদী হসান মিরাজের ব্যাটে শতরানের দেখা পায় একই ইনিংসে। বাংলাদেশের এই তৃতীয় উইকেটের জুটিতে বড় সংগ্রহের পথ দেখছে সাকিব বাহিনী।   

Link copied