আমি খুবই রোমাঞ্চিত: শান্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ এএম


আমি খুবই রোমাঞ্চিত: শান্ত

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমেই বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান। যে কারণে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান লিটন দাস। তবে টাইগার এই ওপেনার শেষ ওয়ানডেতে মানসিক চাপ কমাতে খেলছেন না। যে কারণে নতুন করে শেষ ম্যাচের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের কাছে ৮৬ রানে হেরেছে স্বাগতিকরা। ব্যাট হাতে সেভাবে অবদান রাখতে পারেননি লিটন। মাত্র ৬ রানে আউট হয়েছেন।

লিটন বিসিবিকে জানিয়েছেন, তিনি মোটেও সুস্থবোধ করছেন না। ফলে সুস্থ থাকার লক্ষ্যে বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন না লিটন দাস। সে কারণে এই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে টাইগার এই ব্যাটারের। ম্যাচের আগের দিন আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব পাওয়া নিয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।

শান্ত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’

Link copied