কুষ্টিয়ায় ডিজিটাল সেন্টারের যুগপূূর্তি পালন
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে 'স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা' প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল সেন্টারের এক যুগপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক আরিফ উজ জামান।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ ন ম আবুজার গিফারী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
কেক কেঁটে যুগপূর্তি উদযাপন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ এটি এখন আর স্বপ্ন নয়, সত্যি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ও পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছি আমরা। আমরা গর্বিত এই নতুন যুগের একজন উন্নয়নকর্মী হতে পেরে। এখন হাতের মুঠোয় সারাবিশ্ব। যা আগে কখনও ভাবা যায়নি। একযুগ অতিক্রম এটি সহজ কথা নয়।