সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যু
প্রকাশিত: ২৪ অগাস্ট ২০২৩, ০৩:১৬ পিএম

ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়া সদর উপজেলায় সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে নুসরাত জাহানের মৃত্যু হয়েছে। নিহতরা সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও মেয়ে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা খাতুন মারা যান। এর আগে বুধবার মধ্যরাতে আয়েশা খাতুনের শিশু কন্যা নুসরাত জাহানের মৃত্যু হয়।
কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু মা এবং মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন আয়েশা। এসময় তাদের দু’জনকে বিষাক্ত সাপ কামড় দেয়।
তিনি আরো বলেন, প্রথমে পোকামাকড় ভেবে গুরুত্ব না দিলেও পরে তাদের মেয়েকে একই সাপে দংশন করলে বিষয়টি বুঝতে পেরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কিছু বুঝে উঠার আগেই প্রথমে মেয়ে ও পরে আয়েশা খাতুন মারা যান।