ক্ষতিপূরণের অর্থ তোলার জন্য জেলা প্রশাসককে অভিযোগ দিল চামড়া ব্যবসায়ীরা

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম


ক্ষতিপূরণের অর্থ তোলার জন্য জেলা প্রশাসককে অভিযোগ দিল চামড়া ব্যবসায়ীরা

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থার অর্থায়নে নির্মিত স্থাপনা সমূহের অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ জমির মালিক কর্তৃক অবৈধভাবে উত্তোলনের পায়তারা বন্ধ ও ক্ষতিপূরণের অর্থ সংস্থার সদস্যদের উত্তোলনের ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থা এর সভাপতি মো: নুরনবী আকন্দ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।

অভিযোগ সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ হওয়ার কারণে সিরাজগঞ্জ রোডে জমি অধিগ্রহণ করে সরকার। জমির অধিগ্রহণ করার ফলে সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থা এর চড়িয়াশিকা মৌজার ১৩০৪, ১৩০৭ ও ১৩০৮ দাগের সম্পত্তি চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থা’র ভাড়া জমি সদস্যদেও নিজস্ব অর্থায়নে নির্মিত স্থাপনা সমূহের অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ জমির মালিক বিভিন্ন প্রকার হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন অবৈধভাবে উত্তোলনের পায়তারা করছে। কিন্তু প্রকৃত অর্থে জমির মালিক জমির ক্ষতিপূরণ এবং সংস্থার সদস্যগণ নির্মিত স্থাপনা সমূহের ক্ষতিপূরণ পাইবার অধিকার রাখে।

সরকার জমির অধিগ্রহণ করার ফলে জমির মালিকগণ জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাইবার অধিকার রাখে। কিন্তু জমির মালিকগণ সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থা’র নিজস্ব অর্থায়নে নির্মিত স্থাপনার ক্ষতিপূরণ উত্তোলনের পায়তারা করছে। জমির মালিকগণ তাদের জমি অধিগ্রহণের অর্থ উত্তোলন করবে। কিন্তু জমির উপর সিরাজগঞ্জ জেলা চামড়া ব্যবসায়ী কল্যাণ সংস্থা’র স্থাপনার অর্থ উত্তোলনের বিভিন্ন ধরনের পায়তারা করছে।

Link copied