আমরা চাই জেলা প্রশাসকরা নিরপেক্ষ আচরণ করুক: সিইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ এএম


আমরা চাই জেলা প্রশাসকরা নিরপেক্ষ আচরণ করুক: সিইসি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কোনো জেলা প্রশাসকের আচরণ পক্ষপাতমূলক হওয়া কাম্য নয়। আমরা শুধু তফসিলের পরে নয়, এর আগেও পরিবেশ রক্ষায় কাজ করতে পারি। 

আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নির্বাচনে তফসিল ঘোষণার আগে যদি নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বিতর্কিত আচরণ করেন তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে বলে জানান তিনি।

হাবিবুল আউয়াল বলেন, জনগণের আস্থা ও নির্বাচনের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন।

জামালপুরের ডিসি প্রসঙ্গে সিইসি জানান, নির্বাচনের সময় জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণের বিষয়ে নজর রাখবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য নয়।  

এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চাই জেলা প্রশাসকরা নিরপেক্ষ আচরণ করুক।

Link copied