ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৮ পিএম


ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না: কৃষিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির আন্দোলন এবারও ব্যর্থ হবে বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এজন্য বিএনপি এবং দলটির নেতাকর্মীদের জন্য দুঃখ হয় বলে জানিয়েছেন তিনি।

ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমেরিকা ভিসানীতি দিয়ে থাকতে পারে। কী কারণে সেটি করেছে, তা জানি না। আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। তার অধীনেই সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জানুয়ারি মাসেই এই নির্বাচন হবে। কারও ভিসানীতিতে আমাদের কিচ্ছু যায় আসে না। ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।

বুধবার (২৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, গতবছর দাম কম পাওয়ায় এবছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তাছাড়া আমরা কিছু আলু রপ্তানি করেছি। তারপরও আলুর দাম এতোটা হওয়া উচিত নয়। এটি হয়েছে সিন্ডিকেটের কারণে।

আমরা সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি বলেও জানান তিনি।

Link copied