বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম


বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে: কৃষিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলন করে কোনো দিনই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক।

বিএনপি নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে বলে মন্তব্য করে তিনি বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যে কবরে পা দিয়েছিলেন, সেখান থেকে এখনও উঠতে পারেন নাই। দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করছেন। হরতাল, সন্ত্রাসসহ দেশকে অস্থিতিশীল করছেন। আপনাদের আন্দোলন সংগ্রামে এ দেশের জনগণ নাই। আওয়ামী লীগ উন্নয়ন করেছে, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য কর্মীরা প্রস্তুত থাকব। পাশাপাশি আন্দোলনের জন্যও রাজপথে থাকব। এভাবেই নির্বাচনের প্রস্তুতিও চলবে। নির্বাচনের প্রস্তুতির জন্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ মানুষের ঘরে ঘরে গিয়ে তুলে ধরা হবে। জনগণকে বোঝাবো আওয়ামী লীগ সরকারের প্রয়োজনীয়তা।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ। যুক্তরাষ্ট্র, আমেরিকা, লন্ডন আওয়ামী লীগের শক্তির উৎস না। আওয়ামী লীগের শক্তির উৎস তৃণমূলের সাধারণ কর্মীরা। আওয়ামী লীগের ক্ষমতা কোনো বাহিনী নয়, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। আমাদের জনগণই শক্তি, এই শক্তিকে নিয়ে পৃথিবীর যেকোনো শক্তিকে নিয়ে আমরা মোকাবেলা করার যোগ্যতা রাখি।

Link copied