ভোলায় পিসিসি কর্তৃক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো.সবুজ, ভোলা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ এএম


ভোলায় পিসিসি কর্তৃক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর আয়োজনে গণমাধ্যমকর্মীদের সহিত সম্পর্ক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি) কার্যালয়ের কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দরা। 

পিসিসির প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদার জানান, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে, তাদের সকল ধরনের সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে সুশীল সমাজ, শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান তারা। প্রতিবন্ধীদের সমাজে বোঝা মনে না করে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রতিষ্ঠিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধীদের আর্থ-সামজিক উন্নয়নে তাদের পরিবারকে গবাদিপশু, সেলাই মেশিন,মৎস্য দিয়ে সহযোগিতা করছেন। 

উল্লেখ্য যে, পহেলা জুলাই ২০২১ সালে  ভোলায় এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ভোলা সদর উপজেলার কাঁচিয়া ইউনিয়নে তাদের কার্যক্রম চলমান রয়েছে। অত্র কর্ম এলাকায় ২৬০ জন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন তারা। ভোলার ইলিশায় আরো ৬টি গ্রামে সার্ভেয়ার করে ৩টি এলাকায় কর্ম পরিকল্পনা বৃদ্ধি করবেন। পর্যায়ক্রমে ভোলার ১৩টি ইউনিয়নে তাদের কার্যক্রম বৃদ্ধি করা হবে।

Link copied