ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

মো.সবুজ, ভোলা

প্রকাশিত: ৪ মে ২০২৩, ১১:১৪ এএম


ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.মহসিন (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোর ৫ টার দিকে তার নিজ বাড়ির পিছনে মুরগির খামারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

মৃত মো.মহসিন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো.কাবিল মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও কৃষান অটো ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষে তার বাসার পিছনে একটি মুরগির খামার দেখতে যান। খামারটি পরিদর্শন কালে অসাবধানতাবশত নিরাপত্তা বেষ্টুনীর সাথে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।

পরে স্থানীয় এক নারী তাকে দেখতে পেয়ে  চিৎকার চেচামেচি করলে পরিবারের লোকজন ছুটে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি  অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Link copied