পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

মনজু হোসেন, পঞ্চগড়

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম


পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় সফিউল আলম (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বোদা উপজেলার সদরের পঞ্চগড়–ঢাকা মহাসড়কের মুনস্টার হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, নিহত সফিউল বোদা পৌর এলাকার পশ্চিম সাতখামার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ভ্যান চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিজের প্যাডেল চালিত ভ্যান নিয়ে মুনস্টার হোটেলের সামনে থেমে মহাসড়কে উঠছিলেন তিনি। 

এসময় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। 

পরে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর ঘাতক ট্রাকটিকে স্থানীয়দের সহায়তায় আটক করা হলেও চালক পালিয়ে যায়।  

Link copied