ভোলায় ৫ কেজি গাঁজা সহ যুবক আটক

মো.সবুজ, ভোলা

প্রকাশিত: ৪ মে ২০২৩, ১১:৫২ এএম


ভোলায় ৫ কেজি গাঁজা সহ যুবক আটক

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলায় স্কুল ব্যাগে বহন করা ৫ কেজি গাঁজা সহ মো.ইউসুফ (২৫) নামের এক মাদক কারবারি কে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মো.ইউসুফ চট্টগ্রাম জেলার ভোজপুর থানার আন্দারমানিক গ্রামের বাসিন্দা মো.আব্দুল লতিফের ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো.গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডুগী ব্যারিস্টারের কাচারি হতে ইউসুফ নামের মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Link copied