ভোলায় নসিমন উল্টে নিহত ১, আহত ৫ শ্রমিক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত
ভোলায় নির্মাণাধীন ভবনে কাজ করতে যাওয়া শ্রমিকদের ঢালাই মেশিনসহ নসিমন গাড়ি উল্টে মো. আল-আমীন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন শ্রমিক। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমীন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মো. রুহুল আমীনের ছেলে।
আহত ৫ শ্রমিক হলেন, মো. মঞ্জুর আলম, আজিজ, বাবুল, নূরউদ্দিন ও আব্দুল করিম। এদের সবার বাড়ি শিবপুর ইউনিয়নে।
আহত নূরউদ্দিন ও আব্দুল করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শিবপুর ইউনিয়ন থেকে একটি নসিমন গাড়িতে করে ঢালাইয়ের মিকচার মেশিন নিয়ে ১০-১২ জন শ্রমিক দৌলতখান উপজেলার দলিল খায়েরহাট কাজে যাচ্ছিলেন। নসিমন গাড়িটি বাংলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট গুরুতর আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আল-আমীনের মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।