হাতিয়ার মেঘনায় জেলেদের দুপক্ষের গোলাগুলিতে ২ জেলে নিহত
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০ এএম

ছবিঃ প্রতীকি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলেদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মেঘনা নদীতে মাছ ধরার খেপ দখলকে কেন্দ্র করে জলদস্যুদের গুলিতে ২ জেলে নিহত হয়েছেন। এ সময় জলদস্যুদের গুলিতে গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়। দুজনের মরদেহ সন্দীপ হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দ্বীপ অংশে এ গোলাগুলির ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের ভুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২৬) এবং একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তরাব আলী গ্রামের ফজলুল হকের ছেলে নূর আলম মিয়া (২৮)।
নিখোঁজ জেলেরা হলেন রাজু, জুয়েল, আব্দুর রহমান, হোসেন ও ইসমাইল।
এ ঘটনায় ভাসানচর কোস্ট গার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, মেঘনায় দুই পক্ষের গোলাগুলির খবর আমরা পেয়েছি। দুজন গুলিবিদ্ধ হওয়ার খবরও পেয়েছি। তবে কোনো পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ আসেনি।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস ২ জেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল রাত ১২টার দিকে সন্দ্বীপ কোস্টগার্ডের সদস্যরা ২ জেলের মরদেহ হাসপাতালে নিয়ে আসে। ওই সময় আহত ২-৩ জনকে জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। নিহত ২ জেলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।