রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার-৪

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ১৩ মে ২০২৩, ০২:৩০ পিএম


রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ ২ মাদক কারবারি ও ২ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জানাযায়, শুক্রবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মো. কাশেম মিয়া, এএসআই মো. মফিজুল ইসলাম, এএসআই শরীফুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকার মো. সুজন হোসেন ওরফে সুজন মাঝি'র টিনের তৈরী একচালা ছাপড়া ঘরের পূর্ব পাশে কক্ষ হতে তাদেরকে ২৫০ গ্রাম গাঁজা, ২৫ পিস ইয়াবা, ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদীসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও মাদক সেবনকারীরা হলো, বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত কোবেদ আলী শেখের ছেলে মো. সুজন শেখ ওরফে সুজন মাঝি (৪১), একই এলাকার মৃত ছব্দাল মন্ডলের ছেলে মো. আনোয়ার হোসেন ওরফে লম্বু আনোয়র (৪৫), নারায়ণপুর এলাকার মো. আলাউদ্দিন মীর এর ছেলে মো. ইকবাল হোসেন মীর (২৮) ও বারমল্লিকা এলাকার মৃত সৈয়দ আলী শেখের ছেলে মো. বিল্লাল শেখ (৩৬)।

শনিবার (১৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, সিডিএমএস পর্যালোচনায় ধৃত আসামী মো. সুজন হোসেন ওরফে সুজন মাঝি এর বিরুদ্ধে (2NMKG) বালিয়াকান্দি থানার এফআইআর নং-২/১৩০, তারিখ-০২ নভেম্বর, ২০১৭; জি আর নং-১৩০/১৭, ধারা-১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, (7AKX) বালিয়াকান্দি থানার এফআইআর নং-১২, তারিখ-২৭ মার্চ, ২০০৫; জি আর নং-২৯/০৫,  ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ এবং ধৃত আসামি আনোয়ার হোসেন এর বিরুদ্ধে (2AYBA) বালিয়াকান্দি থানার এফআইআর নং-৭, তারিখ-০৭ সেপ্টেম্বর, ২০১৬; জি আর নং-৯১, ধারা- ৭/৩০/১০/৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, (XU3) বালিয়াকান্দি থানার এফআইআর নং-০৪, তারিখ-০৭ মে, ২০১২;  ধারা-৩৩২/৩৫৩/৩৩৩/১৮৭ পেনাল কোড-১৮৬০, (5SVM)বালিয়াকান্দি থানার এফআইআর নং-০১, তারিখ-২৩ মার্চ, ২০১১; ধারা- ৪৪৭/৩৭৯/৩২৩/৫০৬ পেনাল কোড-১৮৬০, (QAAK) বালিয়াকান্দি থানার এফআইআর নং-২, তারিখ-০৪ জুলাই, ২০১৪; ধারা-৩০২ /২০১ /৩৪ পেনাল কোড-১৮৬০, (9SY9V) ফরিদপুর এর মধুখালী থানার এফআইআর নং-৮, তারিখ-০৬ ডিসেম্বর, ২০২২; জি আর নং-২৬০, ধারা-১৭০/৩৪২/৩২৩ /৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড-১৮৬০, (9SQK4) রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১১, তারিখ-০৮ ডিসেম্বর, ২০২২; জি আর নং-৫৬৩ ধারা-১৭০/৩৪২/৩৮৫/৩৮৬/৩৪/৫০৬ পেনাল কোড-১৮৬০ মামলাগুলি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

এ-সংক্রান্তে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Link copied