দেশে স্বাধীনতা নেই গণমাধ্যমকর্মীদের
প্রকাশিত: ৪ মে ২০২৩, ০৯:৩৬ এএম

ছবিঃ সংগৃহীত
দেশে স্বাধীনতা নেই গণমাধ্যমকর্মীদের বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম সরকারের প্রভাবমুক্ত নয়। গণমাধ্যমের স্বাধীনতা নেই। সাংবাদিকরা সরকারের সমালোচনা করলেই তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন নামের কলো আইনে মামলা হয়।
বুধবার (৩ মে) বিকেলে মহানগরীর পাহাড়তলী থানা বিএনপির উদ্যোগ ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন, দেশে মানুষের বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই, ভোটাধিকার নেই। একদলীয়ভাবে দেশ চালাচ্ছে এ অবৈধ সরকার। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার নিচে। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার আফগানিস্তানের নিচেও বাংলাদেশের অবস্থান। এতে বোঝা যায় বাংলাদেশে মানুষের বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই ও সংবাদপত্রের স্বাধীনতা নেই। মুক্তগণমাধ্যম সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বশেষ ১৬৩তম স্থানে রয়েছে, যা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য অত্যন্ত লজ্জাজনক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এতে সভাপতিত্ব করেন পাহাড়তলী থানা বিএনপির সভাপতি বাবুল হক। পরিচালনা করেন ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড বিএনপি নেতা ফখরুল হাসান চৌধুরী রাজু।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রামপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল হায়দার, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি দিদারুল ফেরদৌস দিদার, যুগ্ম সম্পাদক মো. সেলিম, এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন এরশাদ, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, কোতোয়ালি থানা যুবদলের সদস্যসচিব মো. হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হক বাপ্পি, পাহাড়তলী থানা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইসকান্দার মীর্জা, পাহাড়তলী থানা শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন মিন্টু, সাধারণ সম্পাদ শফিউল বশর প্রমুখ।