ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৩, ০৪:৫৯ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
গণমাধ্যম কর্মীদের নিয়ে সাংবাদিকদের প্রিয় সংগঠন ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকেল ৫টায় শহরের টিপটপ চাইনিজ রেস্টুরেন্টে বৃহৎ পরিসরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন সংগঠনের নেতারা।
এ সময় সংগঠনের সভাপতি ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্রধানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান।
দৈনিক স্বাধীনমত পত্রিকার জেলা প্রতিনিধি এসএম গোলাম মুক্তাদিরুজ্জামান রাসেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও বারের সাবেক সাধারণ সম্পাদক ও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট ইমরান হোসেন চৌধুরী, সাবেক ক্রিড়া কর্মকর্তা আবু মহিউদ্দিন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ৭১ টেলিভিশনে জেলা প্রতিনিধি আবু তোরাব মানিক, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান, ঠাকুরগাঁও রোড প্রেসক্লাব সভাপতি মোঃ করিম, সময় টিভি স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল ও ঠাকুরগাঁও গনমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বাংলা চ্যানেল জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, সংগঠনটির অর্থ সম্পাদক আতাউর রহমান ও স্হানিয় দৈনিক আলোর কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুবেল সহ আরো অনেকে।
দোয়া ও ইফতার মাহফিলে জেলার সিনিয়র সাংবাদিক ও প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান বলেন, ২০২০ সালে গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ জেলার মানুষের পাশে থেকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।
জেলার আর্ত-সামাজিক উন্নয়নে গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের অনেক অবদান রয়েছে। তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে আরো সক্রীয় ভূমিকা পালনের পাশাপাশি সংগঠনের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এ ছাড়াও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে, একাত্তর পোস্ট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ঢাকাপ্রকাশ জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুর রহমান,জুয়েল ইসলাম শান্ত, মিনহাজ, মহসিন আলী, সুমন হোসেন, রুবেল রানা, আল আমিনসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।