১৯ স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি

মনজু হোসেন, পঞ্চগড়

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ পিএম


১৯ স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১৯ কেজি ৩০৩ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে পঞ্চগড় উপজেলার হারিভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের প্রধান পাড়া এলাকা থেকে এ চালান জব্দ করা হয়।

আটক জুয়েল সাধুপাড়া গ্রামে আফসার আলীর ছেলে। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আসামিসহ স্বর্ণ উদ্ধার করে। 

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম, বিএসপি, অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) বিকেলে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি সীমান্ত পিলার ৭৫৫ / ৪-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া (থানা ও জেলা-পঞ্চগড়) নামক স্থানের সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান যাবে।

এমন তথ্যের ভিত্তিতে ঘাগড়া সীমান্তের সাধু পাড়া এলাকায় জুয়েল (৩২) নামে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে তার শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়।

এসময় তার কাছ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯টি স্বর্ণবার, একটি মোবাইল ও ২৪ হাজার ৬৯০ টাকা সহ তাকে আটক করা হয়। জব্দ স্বর্ণবারগুলোর মোট ওজন ১৯ কেজি ৩০৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা। আটক জুয়েল নামে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে।

Link copied