খাগড়াছড়িতে বিজিবি'র কাছ থেকে ২ ব্যক্তিকে ছিনিয়ে নিলো স্থানীয়রা
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ এএম

ছবিঃ সংগৃহীত
খাগড়াছড়ির পানছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ সাড়ে ১২ লাখ টাকাসহ আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা।
রোববার বিকেল ৪টার দিকে পানছড়ির পূজগাং এলাকায় ওই ঘটনা ঘটে। হামলায় পাঁচ বিজিবি সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আটক করা হয়েছে এক সন্ত্রাসীকে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি হারুনুর রশিদ।
জানা গেছে, রবিবার সকাল ১০টার দিকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনে লোগাং বিজিবি ক্যাম্পের সদস্যরা একটি বস্তা ও দুই যাত্রীসহ রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল আটক করে। পরে বস্তা তল্লাশি করে সাড়ে ১২ লাখ পাওয়া যায়।
কিন্তু মোটরসাইকেল আরোহী রিংটু চাকমা ও ধনরঞ্জন চাকমা টাকার উৎস ও মালিকানা সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে লোগাং বিজিবি ক্যাম্পের সুবেদার মোফাজ্জল হোসেন স্থানীয় তিন জনপ্রতিনিধির উপস্থিতিতে টাকাগুলো জব্দ করে এবং ওই দুই জনকে থানায় সোপর্দ করার জন্য নিয়ে আসে।
পথে পুজগাং বাজার এলাকায় ৫-৬ শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে বিজিবির দুটি গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে তারা হামলায় চালিয়ে টাকা ও আসামিদের ছিনিয়ে নেয় এবং গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।