নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে বিজিবি: মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:২৫ পিএম


নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে বিজিবি: মহাপরিচালক

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতসহ যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবি।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ফোর্স সাপোর্ট উইংয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত রয়েছে বিজিবি।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে বিজিবি'র ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালন এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

প্রীতিভোজ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এসময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ফোর্স সাপোর্ট উইং এর সকল পর্যায়ের অফিসার ও সৈনিকগণ উপস্থিত ছিলেন।
 

Link copied