পঞ্চগড়ে আজিজ কো-অপারেটিভের চেয়ারম্যান তাজুল ইসলাম কারাগারে
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
গ্রাহকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের দায়ের করা মামলায় আজিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তাজুল ইসলামকে পঞ্চগড় জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
আটক তাজুল ইসলাম ঢাকা ধানমন্ডি ফিয়ারী স্প্রীং এলাকার মৌলভী মোঃ বদু মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল বিচারক অর্গাম কার্জি'র আদালতে তোলা হলে তিনি এ রায় দেন। এর আগে ২০২১ সালে একই ব্যাংকের ব্যবস্থাপক বিধান কুমার ভৌমিক পঞ্চগড়ের বোদা বিজ্ঞ আমলী আদালত-৩ এ মামলা দায়ের করলে পুলিশের দায়ের করা পিটিশনে ঢাকার একটি কারাগার থেকে সকালে তাকে পঞ্চগড়ে আনা হয়।
এদিকে পুলিশ জানায়, গত বছরের ২০ সেপ্টেম্বর তাজুল ইসলামের নামে ঢাকার রমনা থানায় গ্রাহকের টাকা আত্মসাৎসহ প্রতারণার মামলা মামলা দায়ের হয়। চলতি বছরের ২৬ জুলাই আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে আজিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের ও সাবেক এ.সিসি.এফ ব্যাংক লিমিটেড পঞ্চগড় বোদা শাখার ব্যবস্থাপক বিধান কুমার ভোমিক ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি প্রতারণার অভিযোগ তুলে পঞ্চগড়ে মামলা দায়ের করলে মঙ্গলবার তাকে ঢাকার কারাগার থেকে পঞ্চগড়ে আনা হয়।
জানা যায়, আজিজ কো-অপারেটিভ কর্মাস এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সহকারীগন সাধারণ মানুষদের সাথে সু-সম্পর্ক স্থাপন করলে গ্রাহকেরা দীর্ঘ সময় ধরে ব্যাংকে প্রায় ৩ কোটি টাকা জমা করেন। এর মাঝে চেয়ারম্যানের নির্দেশ পূবালী ব্যাংক লিমিটেড পঞ্চগড় শাখায় ১ কোটি ৮ লাখ টাকা প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয়। এর পর থেকে টাকার সুদ বৃদ্ধি হতে থাকলে তা পরিশোধের জন্য ব্যবস্থাপক বিধান কুমার ভোমিক প্রধান কার্যালয়কে জানালে বিভিন্ন ব্যায় সহ টাকা ফেরত দেয়া হবে না বলে জানায়। পরে আদালতে চেয়ারম্যান তাজুল ইসলামকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন তিনি।