নোবিপ্রবিতে অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান মুহাইমিনুল ইসলাম

আল জোবায়ের, নোবিপ্রবি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ পিএম


নোবিপ্রবিতে অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান মুহাইমিনুল ইসলাম

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. মো. আব্দুল বাকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মুহাইমিনুল ইসলাম সেলিম-কে নিম্নোক্ত শর্তে উক্ত বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব প্রদান করা হলো।’

শর্তগুলো হলো– নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার এই নিয়োগ বিবেচিত হবে; এই নিয়োগ ১৪ সেপ্টেম্বর, ২০২৩ হতে কার্যকর হবে; বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

এ বিষয়ে মুহাইমিনুল ইসলাম সেলিম বলেন, ‘আমি শিক্ষার্থীদের ইতিবাচক কাজে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি, এখন আমার ওপর নতুন দায়িত্ব অর্পিত হয়েছে। চেষ্টা করবো একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ডিপার্টমেন্টে ক্লাস-পরীক্ষা পরিচালনা করার। এর পাশাপাশি শিক্ষার্থীদের স্পোর্টস ও কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে ডিপার্টমেন্ট থেকে সর্বাত্মক সহযোগিতা করা, যাতে করে বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি পায়। সর্বোপরি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার সহযোগিতায় অর্থনীতি বিভাগের সুনাম অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাব।’

Link copied