সংকটময় পরিস্থিতিতেও দেশের অর্থনীতি ভালো আছে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম


সংকটময় পরিস্থিতিতেও দেশের অর্থনীতি ভালো আছে: অর্থমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সংকটময় পরিস্থিতিতেও দেশের অর্থনীতি ভালো আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রবাসী আয় বাড়লে রিজার্ভসহ অর্থনীতির সংকট কেটে যাবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কার বিষয়ক এক সম্মেলনে তিনি এ কথা বলেন।  

বাংলাদেশিদের বিদেশে যাওয়ার হার বাড়লেও দেশে রেমিট্যান্স আসার পরিমাণ ক্রমেই কমছে। আগস্টে গত ছয়মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে। চলতি মাসের প্রথম ২২ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তাও আশানুরূপ নয়।

যার প্রভাব পড়ছে দেশের সার্বিক অর্থনীতিতে। তলানিতে নামছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে জিডিপিতেও, যা নিয়ে ‘চিন্তিত’ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালও।

অর্থমন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানি বাড়লেও সেই অনুপাতে কেন প্রবাসী বাড়ছে না, তা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।

রেমিট্যান্স কাঠামো সংস্কার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের অর্থনীতিবিদ, বিশেষজ্ঞর কাছে আমরা চমৎকার কিছু উদ্ভাবনী পরামর্শ চাই। আপনারা রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখতে সংস্কারের প্রস্তাব দেন, আমাদের ভালো ভালো পরামর্শ দেন; আমরা তা গ্রহণ করবো এবং দ্রুত ব্যবস্থা নেবো।

অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লায়ে শেখ বলেন, আর্থিক খাতকে শক্তিশালী করতে প্রযুক্তি এবং উদ্ভাবনে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে বাংলাদেশকে।

Link copied